হোসেনপুর উপজেলায় হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজটি সবচেয়ে প্রাচীন কলেজ। ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই কলেজটি হোসেনপুরে শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিভিন্ন পরীক্ষার ফলাফল, শিক্ষার পরিবেশ ও সহশিক্ষামূলক কার্যক্রমের জন্য সর্বমহলে প্রশংসিত হয়ে আসছে। এই কলেজের অনেক প্রাক্তন শিক্ষার্থী তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এই কলেজটি প্রতিষ্ঠার সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এবং যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কলেজটি বর্তমান পর্যায়ে এসেছে তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই পাঠপরিকল্পনাটি শিক্ষার্থীদের পড়াশোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিশেষে এই পাঠপরিকল্পনার সাথে জড়িত কমিটির সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।
প্রীতবাস সরকার
সাধারণ সম্পাদক
শিক্ষক পরিষদ
হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজ
হোসেনপুর, কিশোরগঞ্জ ।
হোসেনপুর উপজেলায় হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজ বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কলেজের তৎকালীন প্রশাসন ২০১৮ সালে পাবলিক পরীক্ষায় শতভাগ পাশ নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেন। যেমন একাদশ শ্রেণীতে ভর্তিতে জিপিএ বৃদ্ধি, C.T পরীক্ষা চালু, অভিভাবক সমাবেশ, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ও দ্বাদশ শ্রেনির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের ছাটাই ইত্যাদি। এসব উদ্যোগের ফলে ২০১৯ সালে এইচ.এস.সি পরীক্ষায় ৭৮%, ২০২০ সালে ১০০% (অটোপাশ), ২০২১ সালে ৯৫% , ২০২২ সালে ১৬টি জিপিএ-৫ সহ ৮৫%, ২০২৩ সালে ৮২%, ২০২৪ সালে ৭৪% শিক্ষার্থী পাস করে। বর্তমানে কলেজটিতে একাদশ শ্রেণি (সাধারণ) ও একাদশ শ্রেণি (বিএমটি)-তে ভর্তির সময় রীতিমত ভর্তি যুদ্ধ শুরু হয়। ইচ্ছা থাকা স্বত্ত্বেও অনেক শিক্ষার্থী এ কলেজে ভর্তি হতে পারে না। যেসব কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ কলেজকে তাদের পছন্দের তালিকায় প্রথম রাখে সেগুলো হলো : বিগত বছরের ফালাফল, শিক্ষার পরিবেশ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার, বিএনসিসি ও রোভার স্কাউট, রেড-ক্রিসেন্ট সোসাইটির সুনাম, অভ্যন্তরীন পরীক্ষায় মেধা তালিকায় থাকা শিক্ষার্থীর পুরস্কার প্রদান, বিতর্ক ও কুইজ-কুইজসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ইত্যাদি। আমি বিশ্বাস করি কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব প্রফেসর মো: নূরুল বাসেত মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা,পরিচ্ছন্ন পরশ পাথরের আলোক ঝলকানি ও সকল শিক্ষকের সার্বিক সহযোগিতায় ভবিষ্যতে এ কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশ করবে এবং কলেজটি দেশের একটি স্বনামধন্য কলেজে পরিণত হবে।
মিলন মিয়া
প্রভাষক রসায়ন বিভাগ
ও যুগ্ন সম্পাদক, শিক্ষক পরিষদ
হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজ
হোসেনপুর, কিশোরগঞ্জ ।
হোসেনপুর উপজেলার হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজটি হোসেনপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ। কলেজের বর্তমান প্রশাসন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমানে কলেজটিতে শিক্ষার পরিবেশ অনেক সুন্দর। প্রতি বছরের ফলাফল ও সন্তুষ জনক। আমি আশা করি এই কলেজটি শীঘ্রই অনন্য কলেজের জন্য রোল মডেলে পরিণত হবে।
মোঃ গোলাম কিবরিয়া
কোষাধ্যক্ষ
শিক্ষক পরিষদ
হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজ
হোসেনপুর, কিশোরগঞ্জ ।
সোহরাব উদ্দিন
অফিস সহকারী
01724100400
সুকমল চন্দ্র সরকার
কম্পিউটার অপারেটর
01925951240

বাংলা